শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৭টি দেশের উদ্দেশ্যে ইতালি থেকেও বিমান চলাচলের সুযোগ বাতিল

News Sundarban.com :
আগস্ট ২, ২০২০
news-image

তালিকায় সামান্য পরিবর্তন এনে ইতালিয়ান সিভিল এভিয়েশন অথরিটি (এনাক) তাদের সর্বশেষ যে নোটিস ‘টু এয়ারম্যান’ (নোটাম) ইস্যু করেছে তাতে বাংলাদেশিদের জন্য আলাদা কোনো সিদ্ধান্ত নেই। তালিকায় যুক্ত হয়েছে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া।

নিষেধাজ্ঞা বহাল রেখে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ইস্যুকৃত প্রথম নোটামে বুলগেরিয়া ও রোমানিয়াকে তালিকাভুক্ত করা হলেও রাতে ইস্যু করা সর্বশেষ নোটামে উভয় দেশকে তালিকার বাইরে রাখা হয়।

নতুন ঘোষণা অনুযায়ী, বাংলাদেশসহ ১৭টি দেশ থেকে ইতালির উদ্দেশ্যে ফ্লাই করার চলমান নিষেধাজ্ঞা ৩১ জুলাই থেকে ৩১ আগস্ট মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে।বর্ধিত নিষেধাজ্ঞায় উক্ত ১৭টি দেশের উদ্দেশ্যে ইতালি থেকেও বিমান চলাচলের সুযোগ বাতিল করা হয়েছে।