বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সন্ধ্যার সময় দেখতে পায় পুকুরের জলে দুই বোনের মৃতদেহ ভাসছে

News Sundarban.com :
আগস্ট ২, ২০২০
news-image

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং – জলে ডুবে মৃত্যু হল শিশু কন্যার। ঘটনা টি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের বালি-২ গ্রাম পঞ্চায়েতের বিরাজনগর গ্রামে।মৃত দুই শিশুর নাম সাথী মন্ডল(৬),তিথি মন্ডল(৪)।সম্পরঋকে দুই বোন। স্থানীয় সূত্রে জানা গেছে গোসাবার বিরাজনগর গ্রামের বাসিন্দা কার্ত্তিক মন্ডল তাঁর দুই মেয়ে সাথী ও চার তিথী মন্ডল। কয়েক মাস আগে পারিবারিক কারণে কার্ত্তিক মন্ডল তাঁর স্ত্রী ও দুই নাবালিকা মেয়েকে ফেলে রেখে অন্যত্র চলে যায়।এরপর কার্ত্তিক মন্ডলের স্ত্রী দুই মেয়েকে কাছে রেখে মানুষ করে তুলছিলেন।গত ১ আগষ্ট বিকালে দুই বোন সাথী ও তিথি আপন মনে বাড়ির সামনে খেলাধূলা করছিল।খেলতে খেলতে আচমকা ছোট বোন তিথি পুকুরে জলে পড়ে যায়।চোখের সামনে পুকুরে জলে পড়ে বোনকে তলিয়ে যেতে দেখে দিদি সাথী মন্ডল পুকুরে ঝাঁপিয়ে পড়ে বোন কে বাঁচানোর জন্য। কিছুক্ষণের মধ্যে পুকুরের জলে তলিয়ে যায় দুই বোন।এদিকে সাথী ও তিথিকে অনেকক্ষণ দেখতে না পেয়ে তার মা খোঁজাখুজি শুরু করে।

সন্ধ্যার সময় দেখতে পায় বাড়ির অদূরে পুকুরের জলে দুই বোনের মৃতদেহ ভাসছে। স্থানীয় মানুষজন দুই শিশু কন্যাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোসাবা থানার পুলিশ।পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি কিভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে গোসাবা থানার পুলিশ।দুই বোনের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বিরাজনগর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।