শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আকাশে দুটি ছোট বিমানের মুখোমুখি সংঘর্ষে ৭ জনের প্রাণহানি

News Sundarban.com :
আগস্ট ১, ২০২০
news-image

যুক্তরাষ্ট্রের আলাস্কায় মাঝ আকাশে দুটি ছোট বিমানের মুখোমুখি সংঘর্ষে ৭ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার সকালে অঙ্গরাজ্যের সল্ডোটনা এলাকার আকাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আলাস্কার এক আইনপ্রণেতাও রয়েছেন। বিমান বিধ্বস্তের এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

আলাস্কা স্টেট ট্র‍ূপারস কর্তৃপক্ষ জানিয়েছে, দুই বিমানের একটিতে একাই ছিলেন স্থানীয় রিপাবলিকান আইনপ্রণেতা গ্যারি নোপ। তিনি নিজেই বিমান চালাচ্ছিলেন। অন্য বিমানটিতে পাইলট ছাড়াও ছিলেন ৪ জন পর্যটক ও এক গাইড।

কর্তৃপক্ষ জানায়, আকাশে মুখোমুখি সংঘর্ষের পর সল্ডোটনা শহরের বিমানবন্দরের কাছাকাছি বিমান দুটি বিধ্বস্ত হয়। বিমান দুটির ধ্বংসাবশেষ পড়েছে স্টার্লিং হাইওয়ের ওপর। দুর্ঘটনায় আরোহীদের কেউই জীবিত নেই। এদের মধ্যে ৬ জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। অপরজনের মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। নিহতদের পরিবারকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে। – রয়টার্স ও ডব্লিউবিটিভি