শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবনে চোরাই পাখি শিকারীদের গ্রেফতার করলো বনদফতর

News Sundarban.com :
জুলাই ৩০, ২০২০
news-image

বিশ্লেষণ মজুমদার,  ক্যানিং

প্রত্যন্ত সুন্দরবনের গভীর জঙ্গল লাগোয়া এলাকা থেকে পাঁচ জন চোরা পাখি শিকারী কে গ্রেফতার করলো সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বিদ্যারেঞ্জের বনকর্মীরা।ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের গোসাবা ব্লকের বালি ১ গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরী নদী সংলগ্ন নেতাজী চরে।এদিন বিকালে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বিদ্যারেঞ্জের বনকর্মীরা গোপন সুত্রে চোরা পাখি শিকারীদের খবর পেয়ে নেতাজী চরে হানা দেয়।সেখানে পাঁচজন চোরা শিকারীর কাছ থেকে বক,পানকৌড়ি প্রজাতির মোট ৫০ টি মৃত পাখি উদ্ধার করেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বিদ্যারেঞ্জের বনকর্মীরা।চোরা শিকারীরা গুলতি মেরে এই সমস্ত পাখিগুলি শিকার করেছিল বলে জানা যায়। বন্যপ্রাণ আইনে প্রদীপ মন্ডল,অনুপ মন্ডল,সৌমেন নস্কর,উসতম সরদার,মন্টু মন্ডল নামে পাঁচজন চোরা শিকারী কে গ্রেফতার করে।ধৃত চোরা শিকারীদের কে বৃহষ্পতিবার সকালে গোসাবা থানার পুলিশের কাছে হস্তান্তর করেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বিদ্যারেঞ্জের বনকর্মীরা।ধৃত চোরাশিকারীদের কে আজ আদালতে তোলা হবে বলে গোসাবা থানার পুলিশ জানিয়েছেন।

উল্লেখ্য বিগত দিনে সুন্দরবনে চোরা শিকারীদের দাপট ব্যাপক ভাবে বেড়ে যাওয়ায় সুন্দরবনে পরিযায়ী পাখিদের আনাগোনা খুবই নগন্য হয়ে গিয়েছিল।অন্যদিকে বছর দশেক আগে বিশিষ্ট শিক্ষক তথা সমাজসেবী প্রয়াত তুষার কাঞ্জিলাল গোসাবার রাঙাবেলিয়ায় অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন “চোরা শিকারীদের দাপটে সুন্দরবনের পাখিরালয়ে পাখিরা আর আসে না। ”

যদিও পরে বিভিন্ন প্রতিকুলতার মধ্যে সুন্দরবনের জঙ্গলে পাখিদের আনাগোনা বাড়তে থাকে।গত ২০মে আম্ফান ঝড়ে সুন্দরবনে ব্যাপক গাছপালা ভেঙে পড়ায় পাখিদের বাসস্থান ছিন্নভিন্ন হয়ে যায়।পাখিদের বাসস্থান নিয়ে উদ্বেগ্ন প্রকাশ করেন বিভিন্ন সংস্থা। যদিও আম্ফান পরবর্তী সময়ে পাখিদের বাসস্থানের জন্য সুন্দরবনের বিভিন্ন ব্লকে কৃত্তিম ভাবে বিভিন্ন গাছে পাখিদের বাসা তৈরীর পক্রিয়া শুরু হয়।
এতোসবের মধ্যে চোরা পাখি শিকারীদের দাপট আবার প্রকাশ্যে আসায় সুন্দরবনের পক্ষীকুলের অস্তিত্ব নিয়ে সন্দিহান বিশিষ্ট পরিবেদবিদ সহ পাখি প্রেমী মানুষজন।