শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুক্তির দিনেই প্রায় ১০ কোটি মানুষ একসঙ্গে দেখেছে ‘দিল বেচারা’

News Sundarban.com :
জুলাই ৩০, ২০২০
news-image

সম্প্রতি মুক্তি পেয়েছে সদ্যপ্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি ‌‌’দিল বেচারা’। তবে করোনার কারণে হলে মুক্তি পায়নি। মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টার  অ্যাপে।  মুক্তির দিনেই ডিজনি প্লাস হটস্টারে প্রায় ১০ কোটি মানুষ একসঙ্গে দেখেছে ‘দিল বেচারা’।

প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছেন, সিনেমা হলে মুক্তি পেলে এই ছবি যে দু’হাজার কোটির ব্যবসা করত প্রথম দিনেই।

‘দিল বেচারা’ সিনেমার ট্রেলার মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই যেমন অ্যাভেঞ্জার্সদের পিছনে ফেলে দিয়ে সর্বকালের সেরা রেকর্ড গড়েছিল, এই সিনেমাও যে ওটিটি প্ল্যাটফর্মের ময়দানে এক নয়া ইনিংস গড়বে, এই ছবি মুক্তির পর অনেকেই সেই ভবিষ্যদ্বাণী করে ফেলেছিলেন। হলও তাই। IMDb’তে (Internet Movie Database) ইতিমধ্যেই সর্বকালের সেরা রেকর্ড গড়েছে সুশান্ত সিং রাজপুতের  ‘দিল বেচারা’ । তাও আবার মুক্তির তিন ঘণ্টার মধ্যেই!  উল্লেখ্য, শুধু ভারতীয় চলচ্চিত্রই নয়, হলিউড সিনেমার রেটিংয়ের রেকর্ডও কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে চুরমার করে দিয়েছে এই ছবি। এবার এক সমীক্ষার রিপোর্ট বলছে, সিনেমা হলে মুক্তি পেলে ‘দিল বেচারা’ বক্স অফিসে ইতিহাস গড়ত প্রথম দিনেই ২০০০ কোটির ব্যবসা করে!