শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাহুবলী’র পরিচালক এস এস রাজামৌলি পরিবারসহ করোনায় আক্রান্ত

News Sundarban.com :
জুলাই ৩০, ২০২০
news-image

দক্ষিণ ভারতীয় নির্মাতা ‘বাহুবলী’র পরিচালক এস এস রাজামৌলি পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন। গত বুধবার টুইটারে এই খবর জানিয়েছেন এই নির্মাতা। তিনি জানিয়েছেন, কয়েক দিন আগে হালকা জ্বর হয়েছিল তাঁর ও পরিবারের অন্য সদস্যদের।

যদিও খুব একটা করোনাভাইরাসের লক্ষণ দেখা যায়নি তাঁদের মধ্যে। কিন্তু জ্বর হওয়ার পরে কোভিড সন্দেহে তিনি পরিবারসহ টেস্ট করান। তাতেই তাঁদের কোভিড–১৯ পজিটিভ আসে। টুইটারে রাজামৌলি লেখেন, ‘আমি ও আমার পরিবারের সদস্যদের কিছুদিন আগে হালকা জ্বর হয়। জ্বর এমনিতেই কমে যায়। তবু আমরা কোভিড টেস্ট করিয়েছি এবং ফলাফল পজিটিভ এসেছে। এখন আমরা হোম কোয়ারেন্টিন মেনে চিকিৎসকের পরামর্শ মেনে চলছি।’ রাজামৌলি ফের আরেকটি টুইট করেন। সেখানে লেখেন, ‘আমাদের কোনো কোভিড–১৯–এর লক্ষণ নেই। তবে আমরা সব ধরনের সতর্কতা ও নির্দেশনা মেনে চলছি। শুধু অ্যান্টিবডি তৈরি হওয়ার অপেক্ষায় আছি। এরপরই প্লাজমা দান করতে পারব।’

‘বাহুবলী’ প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এস এস রাজামৌলি। করোনাভাইরাস পুরো বিশ্বকে আক্রান্ত করার আগে তিনি ব্যস্ত ছিলেন আরেকটি বড় সিনেমা প্রকল্প ‘ট্রিপল আর’–এর শুটিংয়ে। সিনেমাটির তেলুগু নাম দেওয়া হয়েছে ‘রুদ্রম রানাম রুধিরাম’, তামিল নাম দেওয়া হয়েছে ‘রাঠাম রানাম রাওঠিরাম’ এবং হিন্দিতে নাম দেওয়া হয়েছে ‘রাইজ রোর রিভোল্ট’। ছবিতে দেখা যাবে দক্ষিণ ভারতীয় তারকা জুনিয়র এনটিআর ও রামচরণকে। বলিউড থেকে আছেন অজয় দেবগন ও আলিয়া ভাট। -ডিএনএ