গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ২২৯৪ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন

নিউজ সুন্দরবন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আরও দুই হাজার ২৯৪ জন নভেল করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এই নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৫ হাজার ২৫৮। অন্যদিকে এই সময়ে এখনো পর্যন্ত আরো ৪১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে আজ সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যার মধ্যে ১৭ জন কলকাতা, ৯ জন উত্তর চব্বিশ পরগনা র বিভিন্ন হাসপাতালে মারা গিয়েছেন। ফলে এই নিয়ে রাজ্যে করণা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল এক হাজার ৪৯০ জন। যার মধ্যে ৭২৩ জন কলকাতা, ৩১৫ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।বর্তমানে ১৯ হাজার ৬৫২ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এই সময় রেকর্ড সংখ্যক আরও ২ হাজার ৯৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ফলে মোট ৪৪ হাজার ১১৬ জন রোগী আরোগ্য লাভ করলেন। অন্যদিকে আরোগ্যের হার গতকালের তুলনায় আরও একটু বেড়ে হয়েছে ৬৭ দশমিক ৬০ শতাংশ।গত ২৪ ঘন্টায় ১৭ হাজার ১৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৮ লাখ ৫৬ হাজার ৩৫৫ জনের নমুনা পরীক্ষা করা হলো।