শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাজিলের প্রেসিডেন্ট করোনার রিপোর্ট এবার নেগেটিভ

News Sundarban.com :
জুলাই ২৬, ২০২০
news-image

ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো (৬৫) করোনার রিপোর্ট এবার নেগেটিভ এসেছে। শনিবার তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। পরে তিনি একটি মোটর শোভাযাত্রাও অংশ নেন।

বোলসোনারো নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা জানান। ওই পোস্টের সঙ্গে তিনি ম্যালেরিয়া প্রতিরোধে ব্যবহৃত ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের একটি বক্সের ছবি দেন। পোস্টে তিনি নিজের করোনামুক্তির জন্য এই হাইড্রোক্সিক্লোরোকুইনকে ধন্যবাদ জানান। ৭ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত তিন দফায় তাঁর করোনার নমুনার পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিজের করোনামুক্তির কথা জানালেও কখন তাঁর চতুর্থ পরীক্ষা হয়েছে বোলসোনারো এ ব্যাপারে কিছু জানাননি। গত ৭ জুলাই করোনা আক্রান্ত হওয়ার পর বোলসোনারো প্রেসিডেন্ট ভবনে ‘আংশিক’ আইসোলেশনে যান। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম অব্যাহত রাখেন। তিনি মাঝে মাঝে বাসভবনের বাইরে এসেছেন। কয়েক দিন আগে কিছুটা দূরে অবস্থান করে একটা র‌্যালিতে অংশ নেওয়া তাঁর সমর্থকদের প্রতি শুভকামনা জানান। সে সময় তিনি কিছু সময়ের জন্য মাস্কও খুলে ফেলেন।