শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এমবাপ্পের দিকে চোখ ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর

News Sundarban.com :
জুলাই ২২, ২০২০
news-image

পিএসজির কিলিয়ান এমবাপ্পের দিকে চোখ ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর। ২০১৭ সালে মোনাকো থেকে পিএসজি যোগ দেওয়ার পরই তার বিভিন্ন ক্লাবে যাওয়ার গুঞ্জন চলছে। আগামী মৌসুমে তার রিয়াল মাদ্রিদ এবং লিভারপুলে যাওয়ার জোরালো গুঞ্জন ছিল।

তবে এমবাপ্পে জানিয়ে দিয়েছেন, আগামী মৌসুমেও তিনি ক্লাব ছাড়ছেন না। পিএসজিতে থাকছেন। রিয়াল মাদ্রিদ কিংবা লিভারপুল যতই চেষ্টা করুক লাভ নেই। কারণ আগামী বছর ক্লাব হিসেবে পিএসজির পঞ্চশ বছর পূর্ণ হতে যাচ্ছে। এটা ক্লাবের জন্য বিশেষ এক মুহূর্ত। এমবাপ্পে তাই পিএসজির পঞ্চাশ বছর পূর্তির অংশ হতে চান।

করোনার কারণে চলতি মৌসুমে লিগ ওয়ান বাতিল হওয়ার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ গোল করা এমবাপ্পে বলেন, ‘আমি পিএসজিতেই থাকছি। আমি পিএসজির চার বছরের একটি পরিকল্পনার অংশ। ক্লাবের পঞ্চশ বছর পূর্তি ক্লাবের ফুটবলার, ভক্ত-সমর্থকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বছর। যাই হোক, আমি তাই এখানেই থাকবো। নিজের সেরাটা দিয়ে ক্লাবকে শিরোপা এনে দেওয়ার চেষ্টা করবো।’