শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নেপালিরা ভারতের গ্রামের সীমান্ত পিলার গুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ

News Sundarban.com :
জুলাই ২১, ২০২০
news-image

নেপালিরা ভারতের সঙ্গে সংলগ্ন গ্রামের সীমান্ত পিলার গুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতের পক্ষ থেকে এখনও এই অভিযোগের সত্যতা নিশ্চিত করা হয়নি। সীমান্তের সীতা গুহার সামনে থাকা একটি পিলার গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

গত ১২ জুন ভারত-নেপাল সীমান্তে বিহারের সীতামারিতে নেপাল পুলিশের গুলিতে এক ভারতীয় কৃষক প্রাণ হারান। আহত হয়েছিলেন আরও ২ জন ভারতীয় নাগরিক। পিটিআই-এর খবর অনুযায়ী, ১৮ জুলাই নেপালি পুলিশ বিহারের কিষাণগঞ্জ সীমান্তে তিন ভারতীয়কে লক্ষ্য করে গুলি করলে একজন আহত হয়। পাল্টা জবাব না দিলেও নেপালের এই ভূমিকার প্রতিবাদ জানিয়েছে ভারত। সে ঘটনার রেশ কাটার আগেই সীমান্তে ভারতের পিলার গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নেপালের স্থানীয় জনগণের বিরুদ্ধে।