মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাম ও সহযোগী দলগুলোর বাঁকুড়ার পুয়াবাগানে করোনা প্রতিরোধে সচেতনতা প্রচার ও মাস্ক বিলি

News Sundarban.com :
জুলাই ১৯, ২০২০
news-image

মৌসুমী চ্যাটার্জী, বাঁকুড়া:

“বাড়ীর বাইরে বেরোলেই মাস্ক প‍রুন – বাড়ী ফিরে তা সাবানে কেচে নিয়ে পুনরায় তা ব্যবহার করুন”, “বাইরে থেকে বাড়ী ফিরে এবং প্রতিবার খাবার আগে সাবান দিয়ে হাত ধোন”, “বাজার হাট বা বাইরে বেরোলে স্বাস্থ্যবিধি মেনে দৈহিক দূরত্ব বজায় রাখুন” – এই আবেদন নিয়ে করোনার সংক্রমণ প্রতিরোধে আজ সকালে বাঁকুড়া ১নং ব্লকের পুয়াবাগানে বাড়ী বাড়ী প্রচারে সামিল হলেন সিপিআই(এম),ফরোওয়ার্ড ব্লক, সিপিআই(এম‌এল), জাতীয় কংগ্রেস। – বাম ও সহযোগী দলগুলো রাজ্য জুড়েই আহ্বান জানিয়ছিলেন ১৮ ও ১৯শে জুলাই এই প্রচার অভিযান সংগঠিত করার – পাশাপাশি করোনা মোকাবেলায় করণীয় কি সেই সংক্রান্ত বিঞ্জান সংগঠনের প্রচার পত্র এবং মাস্ক না পরা মানুষজনের মধ্যে মাস্ক‌ও বিলি করা হয়।

এই কর্মসূচীতে নেতৃত্ব প্রদান করেন প্রতীপ মুখার্জী, বাবলু ব্যানার্জী, অভিষেক বিশ্বাস, শ্যামাপদ ডাঙ্গর, বিনোদ বাস্কে, মোহন ধবল, সুনীল ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ। কর্মসূচী শেষে সিপিআই(এম) নেতা প্রতীপ মুখার্জী এক সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্র ও রাজ্যের মোদী ও মমতা সরকার ক‍রোনা অতিমারী মোকাবেলায় যে দায়িত্বঞ্জ্যানহীনতার পরিচয় দিচ্ছেন তা তুলে ধরেন এবং এই অতিমারীর সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধির প্রচারে সাধারণ মানুষজনকে বেশী বেশী করে সামিল হ‌ওয়ার আহ্বান জানান। এই কর্মসূচীতে বাম ও সহযোগী দলগুলোর কর্মীরা ছাড়াও গ্রামের সাধারণ যুবকেরাও সামিল হন।