শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

যদুবাবুর বাজারে থার্মাল স্ক্রিনিং করল কলকাতা পুলিশ

News Sundarban.com :
জুলাই ১৯, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেক্স: করোনা আতঙ্কে ত্রস্ত শহরবাসী। এই সংক্রমনের রাশ টানতে উদ্যোগী রাজ্য। এই শহরের কনটেনমেন্ট জোন গুলোতে শুরু হয়েছে লকডাউন। করোনা নাশ করতে রবিবার দুপুরবেলায় যদুবাবুর বাজারে থার্মাল স্ক্রিনিং করল কলকাতা পুলিশ।

বাজার করার আগে প্রত্যেক ক্রেতাকে থার্মাল স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়। থার্মাল স্ক্রীনিং করার পর তবেই মিলেছে বাজার করার অনুমতি।