শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মদিনায় মডেলদের খোলামেলা ছবি নিয়ে বিতর্ক শুরু

News Sundarban.com :
জুলাই ১৮, ২০২০
news-image

মদিনায় মডেলদের খোলামেলা ছবি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। গত ৮ জুলাই ‘ভোগ-অ্যারাবিয়া’ নামের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ম্যাগাজিনে প্রকাশিত ছবি নিয়ে শুরু হয়েছে এই বিতর্ক। ফটোশুটের স্থানটি মদিনা শহর থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে। তাই মুসলমানদের পবিত্র স্থান হিসেবে গণ্য মদিনায় এমন খোলামেলা ছবি দেশটির মুসলমানদের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি করেছে। খবর মিডল ইস্ট মনিটরের।

২৪ ঘণ্টা ধরে চলা ওই ফটোশুটে অংশ নেওয়া মডেলরা হলেন কেট মস, মার্সিয়া কার্লা বসকোনো, ক্যানডিস সোয়েনপোল, জর্ডান ডান, জিয়াও ওয়েন এবং ওঅ্যালেক ওয়েক প্রমুখ প্রখ্যাত মডেল। লেবাননীয় ডিজাইনার এলি মিজরাহি এই ফটোশুটের আয়োজন করেন। ‘আল-উলায় ২৪ ঘণ্টা’ নামের ওই ফটোশুটে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুপার মডেলদের খোলামেলা আঁটসাঁট পোশাকে দেখা গেছে।

তেলনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা থেকে বের হওয়ার চেষ্টা করছে সৌদি রাজপরিবার। ভবিষ্যৎ অর্থনীতির চাকাকে সচল রাখতে পর্যটন শিল্পের ওপর নজর দিচ্ছে দেশটি। তাই সৌদি পর্যটনকেন্দ্রগুলোকে জনপ্রিয় করতে এই ফটোশুটের আয়োজন করা হয়।