বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘ট্রেনগুলিকে ব্যাক্তি মালিকানায় বেচে দেওয়া চলবে না’

News Sundarban.com :
জুলাই ১৭, ২০২০
news-image

মৌসুমী চ্যাটার্জী, বাঁকুড়া:

দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে রেলের বেসরকারীকরণ চলবে না, রেল স্টেশন ও যাত্রীবাহী ট্রেনগুলিকে ব্যাক্তি মালিকানায় বেচে দেওয়া চলবে না, শিরোমণি ফার্স্ট প্যাসেঞ্জার, হাওড়া-চক্রধরপুর-সহ কোন প্যাসেঞ্জার ট্রেনকেই এক্সপ্রেস ট্রেনে রূপান্তরিত করা চলবে না, রেল বেসরকারীকরণের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে রেলের চাকা অচল হবে দাবীগুলিতে আজ সকালে মুখর হয়ে উঠলো বাঁকুড়া রেল স্টেশন চত্বর – CITU, AITUC, INTUC, UTUC, TUCC, AICCTU, ১২ই জুলাই কমিটি-সহ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভের এই কর্মসূচীতে আজ সামিল হয়েছিলেন All India Loco Running Staff Association (AILRSA) ও বাঁকুড়া জেলা লরী ড্রাইভার্স এন্ড ক্লিনার্স ইউনিয়নের সদস্যবৃন্দ।
বিক্ষোভ সভাতে সভাপতিত্ব করেন সিআইটিইউ’র রাজ্য নেতা তথা বাঁকুড়া জেলার সভাপতি কিংকর পোশাক।

– বক্তব্য রাখেন প্রতীপ মুখার্জী(CITU), অনাথ মল্ল(TUCC), গঙ্গা গোস্বামী(UTUC), গৌতম গোস্বামী(AILRSA), বাবলু ব্যানার্জী(AICCTU), ভাস্কর সিনহা(AITUC), সত্য মুখার্জী(লরী ইউনিয়ন) ও অভিষেক বিশ্বাস(INTUC)। – বক্তারা সভা থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন মোদী সরকার যদি দেশের সর্ববৃহৎ এই রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারীকরণ করার সিদ্ধান্ত প্রত্যাহার না করে তাহলে হাজার হাজার মাইল বিস্তৃত রেলপথের ধারে বসবাসকারী শ্রমিক, কৃষক তথা সমাজের সর্বস্তরের মানুষেরা রেলের চাকা জ্যাম করে মোদী সরকারের না কে হ্যাঁ করাতে বাধ্য করবে।
– সভা চলাকালীন বিক্ষোভকারী সংগঠনগুলির পক্ষ থেকে সাতজনের এক প্রতিনিধিদল DRM,Adra’র উদ্দেশ্যে লিখিত স্মারকলিপি স্টেশন ম্যানেজার, বাঁকুড়াকে পেশ করেন।