শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অন্ধকারে বোতলজাত পানীয় জলের ফ্যাক্টরিতে পরপর গুলি

News Sundarban.com :
জুলাই ১৭, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেক্স:  গত ১৩ তারিখ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত আকারি গঞ্জের শৈলেস বিশ্বাসের পানীয় জলের ফ্যাক্টরিতে রাত সাড়ে এগারোটা নাগাদ দুই দুষ্কৃতী মুখে গামছা বেঁধে বাউন্ডারি টপকে ফ্যাক্টরির ভিতরে কর্মীদের প্রাণনাশের হুমকি ও চার রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয়। ঘটনায় কেউ আহত না হলেও আতঙ্ক ছড়িয়েছে শিল্পমহল। এলাকায় ছোট বড় মিলিয়ে প্রচুর ফ্যাক্টরি রয়েছে। ঘটনার জেরে উদ্বেগ প্রকাশ করেছেন নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল এসোসিয়েশন ও। সংগঠনের সভাপতি সুরজিৎ পাল বলেন, অত্যন্ত উদ্বেগের বিষয়। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করা প্রয়োজন। শিল্পপতিদের মধ্যে আতঙ্ক ছড়ালে তা ব্যবসায় প্রভাব পড়তে পারে।

ওই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপির রাজ্য নেতা রাজু বন্দোপাধ্যায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী একদিকে বলছেন শিল্প গড়তে অন্যদিকে ফ্যাক্টরিতে ফিয়ে গুলি চালানো হচ্ছে। ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। যদিও রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে।