রবিবার, ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

বাঁকুড়ার অর্পন মন্তল ও গৌরব মন্ডল পেয়েছে ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯

News Sundarban.com :
জুলাই ১৭, ২০২০
news-image

মৌসুমী চ্যাটার্জী, বাঁকুড়া:

বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি উচ্চ বিদ্যালয়ের অর্পন মন্তল উচ্চমাধ্যমিকে ৫০০নম্বরের মধ্যে ৪৯৯ নম্বর পেয়েছে। স্বভাবতই সে, তার বাবা মা বিদ্যালয়ের শিক্ষকমহাশয়রা খুশি। ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়।

মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকেও রাজ্যের মধ্যে সেরা  বাঁকুড়া। বাঁকুড়ার বডজোডার গৌরব মন্ডল রাজ্যের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়ে  প্রথম স্থান অধিকার করেছে। গৌরব বডজোডা হাই স্কুলের ছাত্র । সে আগামী দিনে ডাক্তার হতে চাই
তার এই মেধা আশ্চর্যের কিছুই না কারণ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করেছিল  সে। তার এই মেধা দেখে খুশি শিল্পাঞ্চল বাসী। এখন তার বাড়িতে তাকে সংবর্ধনা দিতে প্রতিবেশীর থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের হুড়োহুড়ি।