শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাদাখে সফরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

News Sundarban.com :
জুলাই ১৬, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেক্স: প্রধানমন্ত্রীর লাদাখে যাওয়ার পর নিরাপত্তা পর্যালোচনায় শুক্রবার লাদাখ যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার সঙ্গে থাকবেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। ১৭-১৮ জুলাই জম্মু-কাশ্মীর সফরে যাচ্ছেন তিনি। ১৭জুলাই প্রথম লাদাখে যাবেন রাজনাথ সিং। পরের দিন যাবেন জম্মু-কাশ্মীরের পরিস্থিতি দেখতে। সরকারি সূত্রে খবর, জুলাই মাসের প্রথম সপ্তাহে লাদাখ যাওয়ার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রীর।

তবে বিশেষ কারণে এই সফর বাতিল করা হয়। অবশেষে শুক্রবার লাদাখ যাচ্ছেন তিনি। লাদাখের নিরাপত্তা খতিয়ে দেখার পাশাপাশি জম্বু কাশ্মীরের কয়েকটি এলাকা শনিবার ঘুরে দেখবেন রাজনাথ সিং। সূত্রের খবর, লাদাখে চিনের সঙ্গে সীমান্ত সংঘর্ষের কারণে সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাইছে কেন্দ্র। ৩০০ কোটি টাকার অস্ত্র কেনার ক্ষমতা দেওয়া হয়েছে বাহিনীকে। এক্ষেত্রে অস্ত্রশস্ত্র কেনায় সময়ের অপচয় কম হবে। ছয় মাসের মধ্যে বরাদ্দ নিশ্চিত হবে এবং তা এক বছরের মধ্যে হাতে চলে আসবে। প্রধানমন্ত্রীর পর প্রতিরক্ষামন্ত্রীর এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।