বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চোরাপথে প্লাজমার ব্যবসা জাঁকিয়ে বসেছে মহারাষ্ট্রে

News Sundarban.com :
জুলাই ১৬, ২০২০
news-image

চোরাপথে প্লাজমার ব্যবসা রীতিমত জাঁকিয়ে বসেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যে। নতুন ধরনের এই চোরাই কারবারের পেছনে এক বা একাধিক র‌্যাকেট কাজ করছে বলে মনে করছে সেখানকার গোয়েন্দা দফতর। প্লাজমার চোরাচালান থেকে সতর্ক থাকতে সাধারণ মানুষকে সাবধান করেছে মহারাষ্ট্র সরকার। বৃহস্পতিবারই এই বিষয়ে সতর্কতা জারি করেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। -এনডিটিভি

এই ধরনের ঘটনার বেশ কয়েকটি রিপোর্ট তার কাছে এসেছে বলে জানিয়েছেন দেশমুখ। এমনকি করোনার চিকিৎসার জন্য প্লাজমা যাদের প্রয়োজন, তাদের কাছ থেকে প্লাজমার বিনিময়ে মোটা টাকা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, ‘করোনা চিকিৎসায় প্লাজমার থেরাপির উপকার পাওয়া গেছে। এই অবস্থায় অনেকেই প্রতারিত হচ্ছেন। এই ধরনের প্রতারকদের থেকে সাবধান।’

অন্য দেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গত মে মাস থেকে ভারতে প্লাজমা থেরাপি শুরু হয়। দিল্লিতে প্লাজমা থেরাপির প্রথম ট্রায়াল হয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেখানে প্লাজমা ব্যাংকও বানিয়েছেন।