শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কলকাতা বন্দর থেকে প্রথম পরীক্ষামূলক জাহাজ চলাচলের সূচনা

News Sundarban.com :
জুলাই ১৬, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেক্স: বাংলাদেশের চট্টগ্রাম হয়ে কলকাতা থেকে আগরতলা পর্যন্ত প্রথম মালবাহী জাহাজ আজ যাত্রা শুরু করল। জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী মনসুখ মান্ডব্য আজ এক ভার্চুয়াল অনুষ্ঠানে কলকাতা বন্দর থেকে এই পথে প্রথম পরীক্ষামূলক জাহাজ চলাচলের সূচনা করেন। অনুষ্ঠানে তিনি বলেন পণ্য পরিবহনের এই নতুন পথ ভারত এবং বাংলাদেশ উভয় দেশের জন্য ই বাণিজ্য সম্ভাবনার নতুন রাস্তা খুলে দেবে। এর মাধ্যমে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের মধ্যে দিয়ে যোগাযোগের একটি সংক্ষিপ্ত পথ খুলে গেল। বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দর কে ব্যবহার করে ভারতীয় পণ্যে অভ্যন্তরীণ পরিবহন ভারত এবং বাংলাদেশের মধ্যে নৌ-যোগাযোগ এর একটি নতুন অধ্যায়ের সূচনা করলো বলে জাহাজ প্রতিমন্ত্রী মন্তব্য করেছেন।
উল্লেখ্য গত বছরের অক্টোবর মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ভারতীয় পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম ও মংলা বন্দরকে ব্যবহার করার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়।