বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাশিয়া ইতিমধ্যে হিউম্যান ট্রায়াল সম্পন্ন করেছে

News Sundarban.com :
জুলাই ১৫, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক করোনাভাইরাসকে হারাতে বিশ্বের বিজ্ঞানীরা প্রতিষেধক তৈরির চেষ্টা করছে। রাশিয়া ইতিমধ্যে হিউম্যান ট্রায়াল সম্পন্ন করেছে। বাকি রয়েছে চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল পর্ব। এটি সফল হলে শুরু হবে করোনাভাইরাস এর প্রতিষেধক উৎপাদন। অন্যদিকে পাটনায় শুরু হয়েছে কোভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল।

ভারত বায়োটেক ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এই প্রতিষেধকটি। ১৮ জন স্বেচ্ছাসেবীর ওপর এই প্রতিষেধকের ট্রায়াল শুরু হয়েছে। ইতিমধ্যে তাদের প্রথম ডোজ দেওয়া হয়েছে। এরপর তাদের উপর চলবে পর্যবেক্ষণ। চিকিৎসকরা সবুজ সংকেত দিলেই দেওয়া হবে দ্বিতীয় ডোজ। কিছুদিন ধরে এই ভ্যাকসিনটি নিয়ে আলোচনা চলছিল। এখন শুধু সময়ের অপেক্ষা। সফল হলেই হারানো যাবে মারন ভাইরাস করোনাকে।