বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এখন আর একসঙ্গে জড়ো হয়ে শিরোপা উদযাপন করা যাবে না

News Sundarban.com :
জুলাই ১৫, ২০২০
news-image

দুই বছর পর আবারও স্প্যানিশ লিগের শিরোপা ফিরছে রিয়াল মাদ্রিদের ঘরে। লিগ শেষ হতে আর মাত্র দুই ম্যাচ বাকি। দ্বিতীয় স্থানে থাকা বার্সার চেয়ে চার পয়েন্টে এগিয়ে রিয়াল। একদম অতি অকল্পনীয় কিছু না ঘটলে ধরেই নেওয়া যায় লিগের শিরোপা জিতছে রিয়াল। এর আগে টানা দুইবার শিরোপা জেতা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ‘হ্যাটট্রিক’ হচ্ছে না এবার। আনন্দটা বাঁধনহারা হওয়াই স্বাভাবিক রিয়াল ভক্তদের। কিন্তু করোনার থাবায় সেটি আর হচ্ছে কোথায়!

করোনাভাইরাস তাদের আনন্দ একটু হলেও ম্লান করে দিয়েছে। এখন আর একসঙ্গে জড়ো হয়ে শিরোপা উদযাপন করা যাবে না। করা যাবে না আনন্দ উল্লাস, রং ছোড়াছুড়ি। কারণ ঐ একটাই, মানুষের ভিড় মানেই যে করোনা ছড়ানোর ভয়, জীবন নিয়ে শঙ্কা! সাধারণত শহরের সিবেলেস ফোয়ারার নিচে জমায়েত হয়েই শিরোপাজয়ের উল্লাস করে থাকেন রিয়াল সমর্থকেরা। দলের খেলোয়াড়েরাও সেখানে যান সমর্থকদের আনন্দ স্রোতে মিশে যেতে।

কিন্তু এবার সমর্থকদের স্বাস্থ্যসুরক্ষার কথা চিন্তা করে সিবেলেস ফোয়ারার নিচে শিরোপা উদযাপন করার পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে, রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতেই হবে শিরোপা-উৎসব, সেটিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে। আগামীকাল বা রবিবার, যে দিনই রিয়ালের শিরোপা নিশ্চিত হবে, সে দিনই হয়তো সমর্থকেরা রাস্তায় নেমে উদযাপন শুরু করবে। তবে এরকম পরিস্থিতি যেন না হয়, এ জন্য মাদ্রিদ শহরের কাউন্সিল এর মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।