শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মাক্স পড়ে বৃক্ষরোপণ কর্মসূচি বিধান নগর কর্পোরেশনের উদ্যোগে

News Sundarban.com :
জুলাই ১১, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্কঃ সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাক্স পড়ে বৃক্ষরোপণ কর্মসূচি বিধান নগর কর্পোরেশনের উদ্যোগে। আরফানের পরবর্তীতে নতুন করে সবুজ বিধান নগর গড়তে উদ্যোগী হন বিধান নগর কর্পোরেশন। উপস্থিত ছিলেন বিধান নগর মেয়র কৃষ্ণা চক্রবর্তী এছাড়াও বিধান নগর কর্পোরেশন এর বিভিন্ন কাউন্সিলররা।

বিধান নগর মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানান আমফান ঝড়ের পর গোটা বিধান নগরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক গাছ ভেঙে গেছে। যে কারণে আজ বিধান নগর কর্পোরেশন এর পক্ষ থেকে ২০ টি নতুন গাছের চারা লাগিয়ে এই কর্মসূচি শুভ সূচনা করা হয়। এবং বাকি গাছের চারা পরবর্তীকালে বিধান নগরের প্রতিটি কাউন্সিলরের হাতে কিছু কিছু করে গাছের চারা তুলে দেয়া হবে যাতে প্রতিটি কাউন্সিলর নিজেদের ওয়ার্ডে নতুন গাছের চারা লাগাতে পারে।

তিনি আরো জানান প্রতি বছর আজকের দিনে বড় করে অনুষ্ঠান করা হয় কিন্তু এখন লাভ ডাউন পরিস্থিতির কারণে জামায়াত এড়াতে কোন অনুষ্ঠান করা হয়নি।