শ্রদ্ধা কাপুরের ইনস্টাগ্রামে ফলোয়ার ছাড়াল ৫ কোটি

নিউজ সুন্দরবন ডেস্কঃ শ্রদ্ধা কাপুরের ইনস্টাগ্রামে ফলোয়ার ছাড়াল ৫ কোটি। ইনস্টাগ্রামের এই সাফল্যের পর তিনি ঠিক করেছেন অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যান্ড অ্যানিমাল রাইটস এর জন্য কিছু কাজ করবেন।তাঁর সমসাময়িক অন্য অভিনেত্রীদের মধ্যে একমাত্র শ্রদ্ধারই ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৫ কোটি ছুঁয়েছে।
এত ভালোবাসা পেয়ে আপ্লুত শ্রদ্ধা। সকলকে তিনি মন থেকে অনেক ভালোবাসা জানিয়েছেন। অভিনয় ছাড়াও শ্রদ্ধা পশুপ্রেমী হিসেবে পরিচিত। নিজের ছবি এবং পোষ্যদের সঙ্গে তাঁর ভিডিয়ো প্রায়শই ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। নানারকম চরিত্রে অভিনয় করতে ভালোবাসেন শ্রদ্ধা।