বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাড়ে ৪ মাস আগে থেকে শুরু হয়েছে দুর্গাপুজোর মন্ডপ

News Sundarban.com :
জুলাই ৭, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্কঃ সাড়ে ৪ মাস আগে থেকে শুরু হয়েছে দুর্গাপুজোর মন্ডপ তৈরির কাজ। মন্ডপ কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে কলকাতার পুজো কমিটিগুলি। চেতলা অগ্রণীর পক্ষ থেকে জানা গিয়েছে, মন্ডপ কর্মীদের জন্য ২৪ ঘন্টা চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।

কোনো মন্ডপকর্মী সামান্য অসুস্থ বোধ করলেই তারজন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।হাতে আর মাত্র সাড়ে ৪ মাস। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। করোনা সংক্রমণ পুজো কমিটির কপালে চিন্তার ভাঁজ ফেললেও ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। মন্ডপ কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা  নিয়েছে পুজো কমিটিগুলি। শিব মন্দির পুজো কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে, তারা মণ্ডপকর্মীদের জন্য নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে থাকার ব্যবস্থা করেছেন। জেলা থেকে তাদেরকে আনার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করা হচ্ছে।