মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তাজমহল খুলে দেওয়ার সিদ্ধান্ত স্থগিত

News Sundarban.com :
জুলাই ৭, ২০২০
news-image

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় তাজমহল খুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটি। গত ১৭ মার্চ করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে তাজমহলসহ সব দর্শনীয় স্থান বন্ধের ঘোষণা দেওয়া হয়। এরপর রোববার থেকে তাজমহল পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পর্যটন কর্তৃপক্ষ।

এছাড়া আগ্রার কেল্লা ও সম্রাট আকবরের সমাধিও খুলছে না আপাতত। এসব স্থান খুলে দেওয়ার তারিখ পরবর্তীতে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তাজমহল দর্শনে এই করোনা পরিস্থিতিতে দূরদূরান্তের পর্যটক যাবে না। গেলে যাবেন আশপাশ এলাকা থেকেই। তাজমহল দেখতে এমনিতেই দিল্লি থেকে মানুষ বেশি যান। আর দিল্লি এখন করোনার আঁতুড়ঘরে পরিণত হয়েছে। সেখান থেকে পর্যটকরা আগ্রায় ঢুকতে শুরু করলে আরও বেশি করে করোনা ছড়ানোর একটা কারণ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। -বিবিসি