পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো হাজারদুয়ারী

নিউজ সুন্দরবন ডেস্কঃ লকডাউনের জেরে প্রায় তিনমাসের বেশি বন্ধ হাজারদুয়ারী। মঙ্গলবার খুলে দেওয়া হলো পর্যটকদের জন্য। হাজারদুয়ারি কর্তৃপক্ষ জানিয়েছে নবাবের এই প্রাসাদে প্রবেশের আগে পর্যটকদের মানতে হবে কিছু সরকারি বিধি ও নিষেধাজ্ঞা। পর্যটকদের রীতিমত মাস্ক , স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
মাস্ক ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। ভিতরে প্রবেশের আগে থার্মাল স্ক্রিনিং করে পর্যটকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। অন্যদিকে, হাজারদুয়ারি পুরোপুরিভাবে পর্যটকদের জন্য খুলে দেওয়ায় খুশি লালবাগের স্থানীয় বাসিন্দা ও হাজারদুয়ারি সন্নিকট ব্যবসায়ীরা।