বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাঙ্গকারাকে দশ ঘণ্টার মতো জেরা করে

News Sundarban.com :
জুলাই ৫, ২০২০
news-image

ভারতের কাছে ২০১১ সালের বিশ্বকাপ শ্রীলংকা ‘বিক্রি’ করে দিয়েছে বলে অভিযোগ করেন দেশটির সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দনন্দ আথুলাগামাগে। তার অভিযোগের ভিত্তিতে শ্রীলংকার পুলিশ প্রশাসন অরবিন্দ ডি সিলভা, কুমার সাঙ্গাকারা, উপুল থারাঙ্গা ও মাহেলা জয়বর্ধানেকে দীর্ঘ জেরা করে। কিন্তু সেখান থেকে ম্যাচ পাতানোর কোন ক্লু না পাওয়ায় তদন্ত স্থগিত করার কথা জানিয়েছে শ্রীলংকার ‍পুলিশ।

শ্রীলংকার প্রশাসন জাতীয় দলের সাবেক নির্বাচন কমিটির প্রধান অরবিন্দ ডি’সিলভাকে সাত ঘণ্টা জেরা করে। এরপর অধিনায়ক কুমার সাঙ্গকারাকে দশ ঘণ্টার মতো জেরা করে বৃহস্পতিবার। কিন্তু তাদের তদন্তে ম্যাচ গড়াপেটার উপযুক্ত তথ্য পাওয়া যায়নি।

শ্রীলংকা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ক্রিকেটারদের ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট। তদন্ত এগিয়ে নেওয়ার মতো কিছু পায়নি আমরা।’  ভারতের বিপক্ষে ওই ফাইনালে দলে চারটি পরিবর্তন এনেছিল শ্রীলংকা। ওই পরিবর্তনের ব্যাখ্যা দিতে বলা হয় সাঙ্গাকারাকে। তার উত্তরে সন্তুষ্ট পুলিশ।