বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দুর্নীতির অভিয়োগ খতিয়ে দেখবেন :মুখ্যমন্ত্রী

News Sundarban.com :
জুলাই ৫, ২০২০
news-image

আমফানে ক্ষতিপূরণ দুর্নীতির ৩৪ হাজার অভিযোগের সত্যতা স্বীকার করেছে নবান্ন। কিন্তু তা স্বত্তেও দিনের পর দিন অভিযোগের পাহাড় জমছে জেলায় জেলায়।মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন এই সব দুর্নীতির অভিয়োগ খতিয়ে দেখবেন তিনি স্বয়ং। কিন্তু বন্যার জলের মতো অভিযোগের স্রোত আছড়ে পড়ায় এবার প্রমাদ গণতে শুরু করেছেন প্রশাসনের কর্তারা। অভিযেগের সংখ্যা কমাতে এবার থেকে বিডিও’দের কাছে জমা পড়া আবেদন নবান্ন বিচার করবে না বলে স্থির করা হয়েছে।শুধু থানায় জমা পড়া আবেদন গুলি সেখানে বিচার্য হবে। অথচ প্রশাসনিক সূত্রে খবর বিডিও অফিসে জমা পড়া আবেদনের সংখ্যা কয়েক লক্ষ । থানায় আবেদন জমা পড়েছে ৪০ হাজারের কিছু বেশি।

তার মধ্যে শুক্রবার পর্যন্ত টাকা দেওয়া হয়েছে ৩৪,৭০০ আবেদনকারীকে। কিন্তু আবেদন ও অভিয়োগ নিয়ে এরকম দ্বিমুখী নীতি কেন।বিরোধীদের অভিযোগ সরকার বুঝেছে, বেশিরভাগ গ্রামবাসী, যাঁরা ক্ষতিপূরণের টাকা থেকে বঞ্চিত হয়েছেন, তাঁরা আবেদন করবেন বিডিও অফিসে। সেই সংখ্যা বিপুল হবে। কারণ, তৃণমূল কংগ্রেসের নেতারা দেদার চুরি করেছেন বলে ওঠা অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে। এই বিপুল অংশের মানুষের আবেদনকে নবান্ন গ্রাহ্য করলে, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কথা সর্বোচ্চ প্রশাসনিক ক্ষেত্রে স্বীকার করা হয়ে যাবে।তাই এই কৌশল বদল।