বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জাপানে বন্যা ও ভূমিধসে ২০ জনের মৃত্যু

News Sundarban.com :
জুলাই ৫, ২০২০
news-image

জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসে ২০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৪ জন। বন্যার জলে বহু ঘরবাড়ি ডুবে গেছে।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনও পাওয়া যায়নি। তবে অন্তত ২০ জনের মতো প্রাণ হারিয়েছেন বলে তথ্য হাতে এসে পৌঁছেছে। চলছে উদ্ধারকার্য। প্রায় ১০ হাজার সেনা সদস্য রুদ্ধশ্বাসগতিতে উদ্ধারের কাজ করে চলেছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বন্যার কবলে পড়ে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীফ কাইউশু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কয়েক লক্ষ মানুষকে ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দ্বীপের কুমামতো প্রিফেকচারে কুমা নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাস্তা সহ আশেপাশের বহু বাড়ি জলে ডুবে গিয়েছে। কুমা নদীর ওপর থাকা একটি সেতুও জলের তলায় চলে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে সবচেয়ে খারাপ অবস্থা তৈরি হয়েছে কোগোশিমায়।