শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

একদিনে রাজ্যে আক্রান্ত প্রায় ৯০০, মৃত ২১

News Sundarban.com :
জুলাই ৫, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্কঃ লকডাউনে ছাড় ঘোষণার পর থেকেই দেশে ক্রমাগত ভাবে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই চলছে রেকর্ড ভাঙার পর্ব। রবিবার ফের একবার রেকর্ড ভাঙা সংক্রমণ দেখা গেল রাজ্যে। এই নিয়ে পর পর তিনদিন নিজের রেকর্ড নিজেই ভাঙল করোনা। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে রবিবার সকাল ৯টা পর্যন্ত শেষ ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৯৫ জন। একই সঙ্গে ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ২১। প্রতিদিন এভাবে করোনার সংখ্যা বৃদ্ধিতে উদ্বিগ্ন রাজ্যের সাধারণ মানুষ।

বর্তমানে সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১২৬ জন। শেষ ২৪ ঘন্টায় রাজ্যে আরও ২১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৭৫৭। পাশাপাশি গত ২৪ ঘন্টায় আরো ৫৪৫ জন আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন বলে জানানো হয়েছে। এই নিয়ে রাজ্যে মোট ১৪ হাজার ৭১১ জন করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠলেন। সব মিলিয়ে রাজ্যে সুস্থতার হার ৬৬.৪৮ শতাংশ। বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা হল ৬ হাজার ৬৫৮।পাশাপাশি সরকারের তরফে তথ্য দিয়ে জানানো হয়েছে, এখনো পর্যন্ত রাজ্যে করোনা টেস্ট করা হয়েছে ৫ লক্ষ ৪১ হাজার ৮৮টি। শেষ ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১১ হাজার ১৬টি।

ছবি- সুশোভন বিজলী