শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিদ্যুৎ পেয়ে খুশি মৌসুনি বাসি

News Sundarban.com :
জুলাই ৪, ২০২০
news-image

ঝোটন রয়, নামখানা:

সুপার সাইক্লোন আমফান ঝড়ে তছনছ হয়ে গিয়েছিল সুন্দরবন। আস্তে আস্তে করে ক্রমশ সেগুলো মূলস্রোতে ফিরছে। আমফানের পর বিদ্যুৎহীন হয়ে পড়েছিল মৌসুনি দ্বীপ। তাই পরিষেবার দিক দিয়ে বেগ পেতে হয়েছিল মৌসুনি দ্বীপ এর বসবাসকারী মানুষদের। কিন্তু সেই পরিষেবা দিতে বর্তমান সরকার যেভাবে দ্রুত কাজ করবে তা বলার অপেক্ষা রাখে না। আজ বিদ্যুৎ পেয়ে খুশি এলাকাবাসী।

এই প্রসঙ্গে মৌসুনি দ্বীপের পঞ্চায়েত প্রধান হাসনা বানু বিবি জানান, বিদ্যুতের এত বড় টাওয়ার ভেঙে যাওয়ার পর রাত-দিন এক করে দ্রুততার সহিত পরিষেবা দিতে পারবেন তা ভাবতে পারিনি। আজ বিদ্যুৎ পেয়ে খুশি মৌসুনি বাসি।

নাম প্রকাশে অনিচ্ছুক মৌসুনি দ্বীপের কুসুম তলার এক বাসিন্দা বলেন, আমাদের মোবাইল চার্জ থেকে শুরু করে টোটো চার্জ এবং লাইট চার্জ দিতে যে হিমশিম খেতে হয়েছিল আজ তা থেকে মুক্তি পেলাম। প্রচণ্ড গরমে আমার বাড়িতে বয়স্ক ঠাকুমা রয়েছেন বিদ্যুৎ না থাকায় খুব অসুবিধা হত।