বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জেটিঘাট বাজারে ত্রাণ দেওয়া হলো ৪০টি দোকানদারদের

News Sundarban.com :
জুলাই ৪, ২০২০
news-image

ঝোটন রয়, নামখানা:

আমফান ও করোনার প্রকোপে কলিকাতার বন্ধুবান্ধবের প্রচেষ্টায় ত্রান দেওয়া হল জেটি ঘাট বাজারে। শনিবার সকালে ৪০টি স্থায়ী এবং অস্থায়ী দোকানদারদের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। এই ত্রান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেটিঘাট বাজারের সভাপতি শক্তিপদ মাইতি, উপস্থিত ছিলেন সেক্রেটারি বিকাশ দাস, উপস্থিত ছিলেন ভগবত চন্দ্র পাল, প্রতুল সামন্ত, মমতা জানা প্রামানিক, শেখ আব্দুল সামাদ, সুরজিৎ বেরা, হিরম্বর গিরি, তারক মাইতি সহ উপস্থিত ছিলেন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ আধিকারিক দিলীপ ভট্টাচার্য, মুক্তি প্রসাদ যশ, সন্দীপ মন্ডল।
এই প্রসঙ্গে প্রতুল সামন্ত বলেন, সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে যেভাবে আজ জেটিঘাট বাজারে ত্রাণ দেওয়া হল তা বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ জানাই কলিকাতার বন্ধুবান্ধবদের। যারা সুন্দরবনের এই দুঃস্থ মানুষদের হাতে ত্রাণ যুগিয়েছেন।
অন্যদিকে মমতা জানা প্রামানিক বলেন,কোন জটলা নয়, খুব সুন্দর একটা সিস্টেমের মাধ্যমে এই ত্রাণ সামগ্রী দেওয়ায় আমি খুব খুশি।