শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বউকে অপমান, কিম উড়িয়ে দেন লিয়াজোঁ অফিস

News Sundarban.com :
জুলাই ২, ২০২০
news-image

দুই দেশই যখন খুশি বেলুনে প্রপাগান্ডা লিখে পাঠিয়ে দিয়ে একে অপরের সীমানার ভেতরে। তাই বলে বউকে অপমান! বউয়ের নোংরা ছবি বানিয়ে বেলুনে পাঠিয়ে দেওয়ায়ই ক্ষেপে গিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বোমা মেরে উড়িয়ে দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে থাকা লিয়াজোঁ অফিস। হুমকি দিয়েছিলেন সিউলে সামরিক হামলারও। তবে তার কারণ জানা গেল এতোদিন পর এসে। খবর নিউইয়র্ক পোস্টের।

দুই কোরিয়া যুদ্ধের পর থেকেই একে অপরের বিরুদ্ধে নানারকম অপপ্রচার চালোনোর কৌশলে লিপ্ত রয়েছে। এ কাজে তারা ব্যবহার করে বেলুন। প্রপাগান্ডা লেখা লিফলেট বা ব্যানার বিশাল বেলুনে বেধে তা উড়িয়ে দেয় সীমান্তের অপরপাশে। এ কাজে দুই কোরিয়াই সিদ্ধহস্ত। তবে গত ৩১ মে দক্ষিণ কোরিয়ার দিক থেকে কিছু বেলনু আসে, তাতেই ক্ষেপে যান উত্তর কোরিয়ার নেতা কিম।

এ বিষয়ে উত্তর কোরিয়ায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মাতসেগোরা জানান, ওইদিন কিছু লিফলেটের সঙ্গে কিছু ছবিও আসে। ছবিগুলো কিমের বউ রি সুল জুর। ফটোশপে নোংরা করে বানানো ছবি দেখেই ক্ষিপ্ত হন কিম।

আলেকজান্ডার বলেন, বউকে অপমান করে এমন নোংরা ছবি পাঠানোয় ক্ষেপে গিয়েই কিম গত ১৬ জুন লিয়াজোঁ অফিস বোমায় উড়িয়ে দেন।

দুই সপ্তাহ আগে সীমান্তবর্তী অসামরিক অঞ্চল কায়েসংয়ে অবস্থিত দুই দেশের লিয়াজোঁ অফিসটি বোমায় গুড়িয়ে দেওয়ার খবর সারাবিশ্বের গণমাধ্যমে এসেছিল। এরপর থেকেই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে দুই কোরিয়ার।