শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জনসমুদ্রে নামখানা বিডিও অফিস

News Sundarban.com :
জুন ৩০, ২০২০
news-image

ঝোটন রয়,নামখানা:

বিশ্বব্যাপী করোনার প্রকপ দিন দিন যেন বেড়েই চলেছে। তাই প্রতিটি জায়গায় সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে আমাদের কোনো না কোনো কাজ করতে হয়। কিন্তু এখানে কোন সোশ্যাল ডিস্টেন্স দেখছি না। যেন মনে হচ্ছে জনজোয়ার। জনসমুদ্রে ভাসছে নামখানা ব্লকের বিডিও অফিস।

সোমবার ভোর চারটা থেকে জনমানুষের লাইন। আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই আজ ছিল ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। যত ভোরের আলো স্পষ্ট হচ্ছে ততই ক্রমশ ভিড় বাড়ছে। শেষমেষ অনুমান ১০ হাজারের উপরে মানুষজন একসঙ্গে জমায়েত হয়ে বিডিও অফিস এবং নামখানা কলেজে ফর্ম জমা দিচ্ছে।

এই প্রসঙ্গে দক্ষিণ দুর্গাপুর থেকে আসা দিলওয়ার খান জানান, করোনার জন্যই বাড়ি থেকে বের হতে ইচ্ছা করে না। কিন্তু আমার কোন উপায় নেই। এত মানুষের মধ্যে আমি যদি ছেড়ে চলে যাই, আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি তা থেকে আমি বঞ্চিত হব। তাই জীবনের ঝুঁকি নিয়ে আজ এসেছি ফর্ম জমা দিতে।