শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চীনকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

News Sundarban.com :
জুন ২৯, ২০২০
news-image

চীনকে আরও একবার কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, লাদাখে যারা ভারতীয় ভূখণ্ডের দিকে চোখ তুলে চেয়েছিল, তাদের যোগ্য জবাব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভারত যেমন বন্ধুত্বের হাত বাড়াতে জানে, তেমনই জানে শত্রুতার উপযুক্ত জবাব দিতে।

প্রতি মাসের শেষ রোববার রেডিওতে প্রধানমন্ত্রী মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান সম্প্রচারিত হয়। গত রোববারের সেই অনুষ্ঠানে তিনি টেনে আনেন লাদাখে চীনা হামলার প্রসঙ্গ। চীনকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি মোদি এটাও বুঝিয়ে দেন, ওই হামলার প্রতিক্রিয়ায় দেশজুড়ে চীনা পণ্য বয়কটের মনোভাব দানা বাঁধতে শুরু করেছে। দেশের বিভিন্ন রাজ্য থেকে সাধারণ মানুষ তাঁকে বলছেন, লাদাখ হামলার পর থেকেই তাঁরা চীনা পণ্য কেনা বন্ধ করে দিয়েছেন। মোদি বলেন, এই মনোভাবই ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তুলতে সাহায্য করবে।