ত্রাণ দুর্নীতি রুখতে কড়া ব্যবস্থা নিতে হবে, জানালেন রাজ্যপাল

নিউজ সুন্দরবন ডেস্কঃ আমফান ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছে গোটা রাজ্য। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। শনিবার রাজ্যপাল জগদীপ ধনকড় টুইটারে জানিয়েছে, ত্রাণ সামগ্রী বিতরণে দুর্নীতি রুখতে কড়া ব্যবস্থা নিতে হবে।
এখন আলোচনা বা বিবৃতি দেওয়ার সময় নয়। পাশাপাশি যারা অন্যের প্রাপ্য ছিনিয়ে নিয়েছেন তাদের শাস্তি দিতে পদক্ষেপ করুন। কেউ অন্যায় করতে সাহায্য করছেন তাদেরও কাঠগড়ায় তুলতে হবে।