শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সাক্ষাৎকারে ক্লপ কেঁদে ফেলেন

News Sundarban.com :
জুন ২৬, ২০২০
news-image

একটি শিরোপার জন্য অপেক্ষা করতে হয়েছে ৩০ বছর। এই দীর্ঘ সময়ে অনেক কিংবদন্তি ফুটবলার খেলেছে দলে, অনেক নামকরা কোচও এসেছেন, কিন্তু প্রিমিয়ার লিগের শিরোপা ধরা দেয়নি। লিভারপুলের ৩০ বছরের সেই অপেক্ষার অবসান হয়েছে জার্গেন ক্লপের আমলে। গতকাল ম্যানচেস্টার সিটির হেরে যাওয়ায় ৭ ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত হওয়ার পর আনন্দে আত্মহারা ক্লপ অনুভূতি প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছিলেন না। তার আনন্দের অভিব্যক্তি যেন চোখের জল হয়ে নেমে আসে।

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ক্লপ কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘আমি অভিভূত, কখনই ভাবতে পারিনি, এটির অনুভূতি এরকম। কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এটা অবিশ্বাস্য, যতটা  সম্ভব ভেবেছিলাম, তার চেয়েও বেশি কিছু। এই ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন হতে পারা সত্যিই অবিশ্বাস্য। এটা কেনির (ডালগ্লিশ) জন্য, স্টিভির (স্টিভেন জেরার্ড) জন্য, এটা সবার জন্য।’

১৯৮৯-৯০ মৌসুমে সবশেষ লিগ জিতেছিল লিভারপুল। ইংল্যান্ডের শীর্ষ লিগে এটি তাদের ১৯তম এবং প্রিমিয়ার লিগ যুগে প্রথম শিরোপা। ক্লপ আরও বলেন, ‘এটা স্বস্তির, কারণ তিন মাসের বিরতির পর কেউ জানত না মৌসুম কীভাবে ফিরবে। এই অর্জন সব সমর্থকদের জন্য। আশা করি, তারা এটা উদযাপন করবে। আমাদের হৃদয় ও মস্তিষ্ক দিয়ে সমর্থকদের জন্য এমন কিছু করতে পারা দারুণ আনন্দের।’