গরিব মানুষদের ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করা যাবে না: মুখ্যমন্ত্রী

করোনা মোকাবেলায় আরও ছাড় দিয়ে রাজ্যে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা করলেন। বুধবার সর্বদলীয় বৈঠকের ফর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, আরো বেশ কিছু ছাড় দিয়ে ৩১ জুলাই পর্যন্ত চলবে লকডাউন। তবে কি কি নতুন বিষয় ছাড় দেওয়া হবে তা সম্পর্কে পরে একটি বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, তবে নির্ধারিত করা দিন এই পরীক্ষা হবে কিনা এই বিষয়টি জানাবেন শিক্ষামন্ত্রী।
এদিন তিনি আরো বলেন, শহরজুড়ে রাজ করছে করোনা। এই মারণ ভাইরাসটির বিরুদ্ধে আমরা লড়াই করব একসঙ্গে। যৌথভাবে লড়াই করলে তবেই একে হারানো সম্ভব। করোনা আবহে বেসরকারি হাসপাতালের উদ্দেশ্যে বিশেষ অ্যাডভাইসারি দেবে রাজ্য সরকার। পাশাপাশি আমফানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, গরিব মানুষদের ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করা যাবে না। ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হলে আবেদন করার কথা জানান তিনি। একাধিক দলের প্রতিনিধিদের নিয়ে তৈরি করা হয়েছে একটি বিশেষ কমিটি। রিপোর্টের ভিত্তিতে কাজ করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।