তমোনাশ ঘোষের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

নিউজ সুন্দরবন ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। বিগত কয়েক দিন ধরে শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল হরতাল বিধায়ক তমোনাশ ঘোষের। কিন্তু বুধবার সকালে পরপারে পাড়ি দিলেন ফলতার বিধায়ক তমোনাশ ঘোষ। বুধবার সকালেই হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।
হাসপাতাল সূত্রে খবর, বেশ কয়েকদিন আগে করণায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনবারের বিধায়ক তমনাশ ঘোষ। হাসপাতাল সূত্রে খবর মাল্টি অর্গান ফেল হয়ে মৃত্যু হয়েছে বিধায়কের।ফলতার বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যুতে বুধবার শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি শোক প্রকাশ করে লেখেন, তমোনাশ ৩৫ বছর ধরে আমাদের সঙ্গে ছিল। সমাজসেবায় ওর সমান কাউকে পাওয়া আমাদের পক্ষে কঠিন। আমাদের সকলের পক্ষ থেকে ওর স্ত্রী, দুই মেয়ে ও পরিবারকে সমবেদনা জানাই।