শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরগির মাংস আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে চীন

News Sundarban.com :
জুন ২২, ২০২০
news-image

বেইজিংয়ে নতুন করে করোনা সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে মুরগির মাংস আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে চীন। সে সঙ্গে বেইজিং-এ পেপসির একটি ফ্যাক্টরিও বন্ধ ঘোষণা করা হয়েছে। বেইজিংয়ের একটি পাইকারি বাজার থেকে সংক্রমণ ছড়াতে শুরু করার পর ২২ জন আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে। কর্তৃপক্ষ শহরের ২০ লাখ বাসিন্দাকে টেস্ট করিয়েছে। – বিবিসি

টাইসন ফুডস নামে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির হিমায়িত মুরগির গোশত চীনে আমদানি করা হতো– কিন্তু যুক্তরাষ্ট্রে অবস্থিত তাদের একটি উৎপাদন কারখানায় কভিড সংক্রমণ দেখা দেবার পর আমদানি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে। এ কোম্পানির যেসব পণ্য চীনে ইতিমধ্যেই পৌঁছে গেছে তা বাজেয়াপ্ত করা হবে।