শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আজহার এবার স্বপ্ন দেখছেন ভারতের কোচ হওয়ার

News Sundarban.com :
জুন ২২, ২০২০
news-image

স্বপ্ন ছিল ভারতের হয়ে একশ’ টেস্ট খেলবেন। কিন্তু ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান ও অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের ক্যারিয়ার থমকে যায় ৯৯ টেস্টে। ফিক্সিংয়ের অভিযোগ ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তিনি। শততম টেস্ট খেলার স্বপ্ন পূরণ না হওয়া আজহার এবার স্বপ্ন দেখছেন ভারতের কোচ হওয়ার।

আজহার ২০০০ সালে খেলা তার শেষ টেস্ট ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। দারুণ ফর্মে ছিলেন তিনি। কিন্তু নিষেধাজ্ঞা তার ক্যারিয়ার শেষ করে দেয়। ফিক্সিং করেননি দাবি করে, আজহার আইনের দারস্থ হন। এর ১২ বছর পর নিষেধাজ্ঞা থেকে মুক্তি মেলে তার। সম্মান ফিরে পেলেও ক্যারিয়ার আর ফিরে পাননি ভারতের সাবেক অধিনায়ক।

ব্যাট হাতে একসময় বাইশ গজ দাপাতেন ডানহাতি এই ব্যাটসম্যান। তার কব্জির মোচড়ে নেওয়া ফ্লিকে বুদ হয়ে ছিল ক্রিকেট বিশ্ব। কম বয়সে নেতৃত্ব পেয়েও দারুণ সামলান তিনি। এখনও তাকে ভারতের অন্যতম সেরা অধিনায়ক ধরা হয়। এবার কোচিং দিয়ে আবার ক্রিকেটকে বুদ করতে চান।