বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আম্ফানের পরে সুন্দরবনে দেখা মিললো দক্ষিণরায়ের

News Sundarban.com :
জুন ১৪, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –

সুন্দরবনের বনি ক্যাম্প এ দেখা মিললো দক্ষিণ রায়ের। আম্ফান ঘূর্ণিঝড়ে সুন্দরবনের প্রায় ১০৫ কিলোমিটার নেটের ফেন্সিং নষ্ট হয়ে গিয়েছিল।জোর কদমে চলছে সেই ফেন্সিং মেরামতির কাজ‌। কয়েকদিন আগেই রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন পিরখালি জঙ্গলে। সেখানে তিনি ফেন্সিং মেরামতির কাজে ব্যস্ত বনকর্মীদের উৎসাহ দিয়েছিলেন। আর শনিবার বিকালে দক্ষিণরায় কে বনি ক্যাম্প এর মিষ্টি জলের পুকুরে জল খেতে আসতে দেখা গেল। যদিও এই সময় সুন্দরবনের পর্যটকদের আসা নিষেধ রয়েছে। আর কিছুদিন পরেই সেই নিষেধাজ্ঞা উঠেও যাবে বলে সুত্রের খবর। আম্ফান ঘূর্ণিঝড়ের পরে এই প্রথম বনকর্মীদের সামনে দেখা দিলো রয়েল বেঙ্গল টাইগার।যা দেখে খুশি বনকর্মীরা।