শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

 ৮০ কেজি গাঁজা উদ্ধার করলো বারুইপুর পুলিশ জেলার পুলিশ,গ্রেফতার ৪

News Sundarban.com :
জুন ১৩, ২০২০
news-image

বিশ্লেষণ মজুমদার, ক্যানিং –

বড়সড় সাফল্য পেলো বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ ও নরেন্দ্রপুর থানার পুলিশ।শনিবার বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার করলো বারুইপুর পুলিশ জেলার পুলিশ ও নরেন্দ্রপুর থানার পুলিশ। পাশাপাশি একটি বোলেরো গাড়ি,৪ টি মোবাইল ফোন,নগদ ৩৬৩০ টাকা সহ জাফর ঘরামী,রুলআমিন সেখ,গিয়াস উদ্দিন গাজী,বুয়া সাহা নামে চার দুষ্কৃতি কে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সুত্রে জানাগেছে উদ্ধার হওয়া ৮০ কেজি গাঁজার বাজার মূল্য আনুমানিক প্রায় ৬ লক্ষ টাকা।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর থানার অধিনস্থ কামালগাজী মোড় এলাকায়।পুলিশ সুত্রে জানাগেছে একটি গাড়িতে করে বিপুল পরিমাণ গাঁজা পাচারের গোপন খবর আসে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশের কাছে। সেই মতো শনিবার বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের ওসি লক্ষ্মীকান্ত বিশ্বাসের নেতৃত্বে স্পেশাল গ্রুপের পুলিশ টিম ও নরেন্দ্রপুর থানার পুলিশ কামালগাজী মোড়ে নাকা চেকিং তল্লাশি অভিযান শুরু করেন।ধরাপড়ে যায় বিপুল পরিমান গাঁজা সহ চার দুষ্কৃতি।বিপুল পরিমান এই গাঁজা কোথায় থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে ধৃত চার দুষ্কৃতি কে জিঞ্জাসাবাদ করে তদন্ত শুরু করেছে বারুইপুর স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ। পাশাপাশি এই গাঁজা পাচারে আর কে বা কারা জড়িত রয়েছে কিংবা আন্তর্জাতিক কোন পাচার চক্র জড়িত রয়েছে কি না সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।