শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জুভেন্টাসের মাঠ অ্যালিয়েঞ্জের সবুজ গালিচার রোনালদো-দিবালার পায়ের স্পর্শেও ঘুম ভাঙেনি

News Sundarban.com :
জুন ১৩, ২০২০
news-image

করোনা পরবর্তী ইতালিতে ফুটবল ফিরলেও উচ্ছ্বাস ফেরেনি। যেন পাড়ার ফুটবল। জুভেন্টাসের মাঠ অ্যালিয়েঞ্জের সবুজ গালিচার রোনালদো-দিবালার পায়ের স্পর্শেও ঘুম ভাঙেনি। ধারাভাষ্যকর যেন শুধু কথাই বলে যাচ্ছেন। প্রেসিং ফুটবলের রোমাঞ্চে কাঁপছে তার গলা। কারণ মাঠে উৎসাহ দিতে নেই দর্শক।

সেটাই কি রোনালদোর গোল ক্ষুধাই কমিয়ে দিল? না হলে কোপা ইতালিয়ানো দিয়ে মাঠে ফেরাটা পেনাল্টি মিস দিয়ে হবে কেন সিআরসেভেনের! তবে তার পেনাল্টি মিসের খেসারত দিতে হয়নি জুভদের। এসি মিলানের বিপক্ষে গোল শূন্য সমতা করে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে কোপা ইতালিয়ানোর ফাইনালে উঠে গেছে ওল্ড লেডিরা।

মাঠে দু’দলের ফুটবলাররা যেন বল চালাচালি করেই গেলেন। চেষ্টা করলেন গা বাঁচিয়ে চলার। কোপা ইতালিয়ানোর দ্বিতীয় লেগে তাই গোলে শটই নিতে দেখা গেছে কয়েকটি। তবে করোনার কারণে ইতালিতে সব ধরণের ফুটবল বন্ধ হওয়ার আগে প্রথম লেগে এসি মিলানের মাঠে ১-১ গোলের সমতা