ফিফার র্যাংকিংয়ে আসেনি কোন পরিবর্তন

করোনাভাইরাসের কারণে বন্ধ ছিল ক্লাব ফুটবলের আয়োজন। আস্তে আস্তে তা আবার শুরু হচ্ছে। কিছু লিগ এরই মধ্যে মাঠে গড়িয়েছে। কিছু দ্রুতই শুরুর সূচি পাওয়া গেছে। কিছু করোনার কারণে আন্তর্জাতিক ফুটবলের দুয়ার এখনও বন্ধ। ফিফার র্যাংকিংয়েও তাই আসেনি কোন পরিবর্তন।
এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ও ৯ এপ্রিল সর্বশেষ ফিফার র্যাংকিং হালনাগাদ হয়। কিন্তু তখনও তা অপরিবর্তিত ছিল। সর্বশেষ ফিফার র্যাংকিংয়ে পরিবর্তন আসে গত বছরের ২৮ নভেম্বর। তবে সেরা দশ র্যাংকিং ওলটপালট হয়নি। শুধু পয়েন্ট কম বেশি ছিল দেশগুলোর।