শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ আম্ফান দুর্গতদের

News Sundarban.com :
জুন ৭, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –

শনিবার দুপুরে ক্যানিং ১ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার গ্রামবাসী বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্ফানে ত্রাণ নিয়ে দুর্নীতির প্রতিবাদে।বিক্ষোভকারী গ্রামবাসীরা প্রায় ঘন্টা দুই ধরে ক্যানিং-১ বিডিও নিলাদ্রি শেখর দে কে ঘেরাও করে রাখে ।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পুলিশ বাহিনী।গত ২০ মে আম্ফানের তান্ডবে ধ্বংস স্তূপে পরিণত হয় ক্যানিং-১ ও ২,বাসন্তী,গোসাবা ব্লকের বিভিন্ন গ্রাম গুলি।এদিন ক্যানিং-১ ব্লকের কয়েক হাজার ক্ষতিগ্রস্ত গ্রামবাসী ত্রাণ নিয়ে দুনীর্তির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে। ক্যানিং ১ ব্লকে প্রায় সাড়ে তিন লক্ষের ও বেশী মানুষের বসবাস। আম্ফানের তান্ডবে প্রায় ত্রিশ হাজার গাছ ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে হাজার হাজার বাড়িঘর,বিদ্যুতের খুঁটি।নদীবাঁধ ভেঙে এলাকায় নোনাজল ঢুকে নষ্ট হয়েছে ক্ষেতের ফসল,পুকুরে মাছ।অভিযোগ আম্ফান সাইক্লোন প্রায় ১৭ দিন অতিক্রান্ত হয়ে গেলেও সরকারী ভাবে মেলেনি কোন ত্রাণ।ফলে ত্রাণ না পেয়ে একপ্রকার খোলা আকাশের নীচে বসবাস করছেন দুর্গতরা।আর ত্রাণ না পেয়ে ধৈর্যের বাঁধ ভাঙতেই শনিবার ক্যানিং ১ বিডিও কে ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন কয়েক হাজার আম্ফান দুর্গত পরিবারের মহিলা পুরুষরা।যদিও প্রশাসন সুত্রের খবর বিষয়টি নিয়ে বিবেচনা করা হবে বলে বিক্ষোভকারীদের আশ্বস্থ করা হলে বিক্ষোভ ওঠে।