বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঘের আক্রমণে নিখোঁজ মৎস্যজীবী

News Sundarban.com :
জুন ৫, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং –

বাঘের আক্রমণে নিখোঁজ হলেন এক মৎস্যজীবী। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার দুপুরে প্রত্যন্ত সুন্দরবনের ঝিলা ৩ জঙ্গলে। নিখোঁজ মৎস্যজীবীর নাম উদয় মিস্ত্রী(৫২)।স্থানীয় সুত্রে জানাগেছে স্ত্রী গীতা মিস্ত্রী,তিন মেয়ে ও এক নাবালক ছেলে কে নিয়ে দরিদ্র মৎস্যজীবী উদয়ের সংসার।তিন মেয়ে কে অনেক আগেই বিয়ে দিয়েছিলেন। লকডাউনে সুন্দরবনের নদীখাঁড়িতে মাছ কাঁকড়া ধরতে যাওয়া নিষিদ্ধ ছিল।আবার ২০ মে আম্ফান হয়।লকডাউন আর আম্ফানের জোড়া ফলায় বিদ্ধ হয়ে চরম অসহায় অবস্থার মধ্যে পড়তে হয় দিন আনা দিন খাওয়া এই মৎস্যজীবীকে পরিবারকে। অগত্যা স্ত্রী গীতা মিস্ত্রী ও বছর চোদ্দ বয়সের নাবালক পুত্র মহিম মিস্ত্রীদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য গোসাবার লাহিড়ীপুরের বিধানকলোনী থেকে বৃহষ্পতিবার সকালে এক সঙ্গীকে নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ,কাঁকড়া ধরার উদ্দ্যেশে রওনা দেয়।সুন্দরবনের ঝিলা ৩ জঙ্গল লাগোয়া উদয় ও তার সঙ্গী জগদীশ টালি পৌঁছে যায়।এদিন দুপুরে যখন তারা মাছ কাঁকড়া ধরতে ব্যস্ত ঠিক তখনই সুন্দরবনের গভীর জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে। আক্রমণ করে ঝাঁপিয়ে পড়ে উদয়ের উপর।তার ঘাড়ে কামড় ঘাড়ে কামড় বসিয়ে টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে চলে যায়।আচমকা চোখের সামনে সঙ্গীকে বাঘে নিয়ে যাচ্ছে দেখে উদয়কে বাঁচানোর চেষ্টা করে জগদীশ। কিন্তু বাঘের রুদ্র মূর্তির সামনে অসহায় হয়ে পড়ে।একপ্রকার বিনা বাধায় বাঘ তার শিকার কে নিয়ে গভীর জঙ্গলে চলে যায়।নিরুপায় হয়ে গ্রামের বাড়ি পৌঁছে এমন দুর্ঘটনার খবর দেয় নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের কাছে।পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে শোকে ভেঙে পড়ে মৃত মৎস্যজীবীর স্ত্রী ও নাবালক পুত্র সন্তান। এলাকায় নেমে আসে শোকের ছায়া। বাঘের আক্রমণে নিখোঁজ মৎস্যজীবী

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প সুত্রে জানাগেছে বাঘের আক্রমণে এক মৎস্যজীবী নিখোঁজ হয় এমন ধরনের খবর পাওয়া গেছে।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।