শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রাণ নিয়ে মাঠে নামলেন পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সমিতি

News Sundarban.com :
জুন ৫, ২০২০
news-image

বিশ্লেষন মজুমদার, ক্যানিং –

মাটির সাথে যাঁদের নিবীড় সম্পর্ক সেই ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সমিতি ত্রাণ নিয়ে মাঠে নামলো।শুক্রবার সকালে নিজেরাই ত্রাণ মাথায় করে নিয়ে পৌঁছে যায় আম্ফান ক্ষতিগ্রস্ত এলাকায়। মাতলা নদীর তীরবর্তী সংলগ্ন বাসন্তী ব্লকের ভাঙনখালি এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ত্রাণ তুলে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সংগঠন ‘পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সমিতি’।প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দেয় সমিতির একদল আধিকারিক ও বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত আধিকারিক সদস্য।বাসন্তী ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক শংকর পাঁজার নেতৃত্বে এদিন ৯০ টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ হিসাবে তুলে দেওয়া নতুন বস্ত্র, ত্রিপল, ছাতু, বাতাসা, বিস্কুট, শুকনো খাবার, ও.আর.এস , স‍্যানিটারি ন‍্যাপকিন এবং পানীয় জল সহ অন্যান্য সামগ্রী।