শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নদীর তীরে দাঁড়িয়ে ত্রাণ বিলি

News Sundarban.com :
জুন ৪, ২০২০
news-image

বিশ্লেষণ মজুমদার, ক্যানিং –

নদীর তীরে দাঁড়িয়ে আম্ফান বিধ্বস্ত অসহায় সুন্দরবন বাসীদের ত্রাণ দিলেন।বুধবার সকালে হোগল নদীর তীরে দাঁড়িয়ে গোসাবা ব্লকের আমতলি,পুঁইজালি,মোল্যাখালি এলাকার প্রায় ২০০ আম্ফান বিধ্বস্ত অসহায় মানুষের হাতে ত্রিপল এবং খাদ্যসামগ্রী তুলেদেন বাসন্তী ব্লকের কুলতলি মিলনতীর্থ সোসাইটির কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী লোকমান মোল্ল্যা।সরাকারী ভাবে ত্রাণ দেওয়া শুরু হলেও প্রত্যন্ত এই সমস্ত এলাকার অসহায় পরিবার গুলোর কাছে সে ভাবে ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ ফলে চরম অসহায়ের মধ্যে বসবাস করছেন খোলা আকাশের নীচে।এমন দুর্দশার কথা জানতে পেরেই বুধবার সকালে এই সমস্ত অসহায় পরিবার গুলো কে সোনাখালিতে ডেকে আনেন সমাজসেবী লোকমান মোল্ল্যা। হোগল নদীর তীরে দাঁড়িয়ে তাঁদের হাতে চাল,ডাল,আলু,তেল সহ হ্যারিকেন এবং ত্রিপল তুলেদেন সমাজসেবী লোকমান মোল্ল্যা।