শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রকৃতির হাত থেকে বাঁচতে, নদী বাঁধের ভাঙন থেকে রক্ষা পেতে সাড়ম্বরে গঙ্গাপুজো সুন্দরবনবাসীর

News Sundarban.com :
জুন ১, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – 

নদী বাঁধের ভাঙন রুখতে এবং চঞ্চল প্রকৃতিকে তুষ্ট করতে নদীর তীরে ঘটা করে গঙ্গাদেবী কে পুজো করলেন আম্ফান বিধ্বস্ত অসহায় সুন্দরবনবাসী। নদীর বাঁধ মেরামতির কাজ এবং ম্যানগ্রোভ নার্সারীতে চারাগাছ তৈরির কাজের যুক্ত থাকা মহিলারা সোমবার পুজোর আয়োজন করেছিলেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ের নিকারীঘাটা গ্রামের শতাধিক মহিলার মাতলা নদীর পাড়ে হাজির হয়েছিলেন গঙ্গাপুজোর জন্য।

পুজোর নেতৃত্বে ছিলেন নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী সাঁফুই। তিনি এদিন নদীর পাড়ে গঙ্গাদেবীর মূর্তির সামনে দাঁড়িয়ে বলেছেন,’সাম্প্রতিক আম্ফান ঝড়ে নদীবাঁধ ভেঙে ক্যানিং, গোসাবা, পাথরপ্রতিমা, সাগর ব্লকের বহু জায়গায় বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। প্রকৃতির কাছে আমরা অসহায়। কোনও কারণে হয়-তো দেবী আমাদের উপর রুষ্ট হয়েছেন। তাই তাঁকে তুষ্ট করতে আমাদের শ্রমিক মায়েরাই এই পুজোর আয়োজন করেছেন। আমরা আজ ভক্তিভরে দেবীকে আরাধনা করেছি।’
‘একশো দিনের প্রকল্প’র জেলা প্রকল্প আধিকারিক সৌরভ চট্টোপাধ্যায় এদিন বিকালে জানিয়েছেন, ‘সুন্দরবনের নদীর ধারে বসবাসকারী একশো দিনের কাজে’র সঙ্গে যুক্ত শ্রমিকরা এদিন ক্যানিংয়ে গঙ্গা পুজো করেছেন। এতে প্রকৃতি দেবীকে কতটা খুশি যাবে জানিনা। তবে তাঁরা তাঁদের বিশ্বাসে পুজো করেছেন।’ এদিন পুজো শেষে পুরোহিত অসীম চক্রবর্তী বলেন, ‘আমি মায়েদের হয়ে দেবীর কাছে কামনা করছি এই আয়লা, বুলবুল বা আম্ফানের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে সুন্দরবনবাসীকে বাঁচাতে।’